আজ থেকে মেদিনীপুরে অস্থায়ী করোনা হাসপাতাল চালু হল

নিজস্ব সংবাদদাতা: আজ ১ এপ্রিল থেকে মেদিনীপুর শহরে চালু করা হল অস্থায়ী করোনা হাসপাতাল। এদিন সন্ধ্যা থেকে ওই হাসপাতালে রোগী ভর্তিও শুরু হয়েছে। করোনা সন্দেহে যাদেরকে জেলার বিভিন্ন এলাকা থেকে স্থানান্তরিত করা হয়েছে তাদেরকেই ওখানে ভর্তি রাখা হবে বলে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে। ফলে স্বাভাবিক কারণেই করোনা সন্দেহে স্থানান্তরিত হয়ে আসা রোগীদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হবে না। ওই অস্থায়ী করোনা হাসপাতাল লেভেল-১এ ভর্তি রাখা হবে। করোনা হাসপাতালটি মেদিনীপুর শহরের আবাসে করা হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!