দাসপুরে করোনা নিয়ে তৎপরতা শুরু

সৌমেন মিশ:অবশেষে দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় করোনার থাবা! দাসপুর ১ নম্বর ব্লকের আশপাশের গ্রাম পঞ্চায়েতগুলি থেকে একের পর এক ভিন রাজ্য ফেরত গ্রামবাসীর করোনা সংক্রমণ ধরা পড়লেও এত দিন এই গ্রাম পঞ্চায়েত এলাকা করোনা মুক্তই ছিল। করোনা ধরা পড়তেই কন্টেইনমেন্ট জোনের আওতায় ফেলা হল জেলার দাসপুর থানার সুরানারায়ণপুর গ্রামকে। বৃহস্পতিবার রাতেই করোনা রিপোর্টে এই গ্রামের এক ভিনরাজ্য ফেরতের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। ওই রাতেই আক্রান্তকে করোনা হাসপাতাল পাঠানো হয়। শুক্রবার গ্রামটিকে কন্টেইনমেন্ট জোনের আওতায় ফেলে গ্রামে বহিরাগতের প্রবেশ নিষিদ্ধ করল পুলিশ প্রশাসন। জানাগেছে আক্রান্ত ২২ মে দিল্লি থেকে ফিরে বাড়িতেই আলাদাভাবে কোয়ারেনটাইনে ছিলেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!