আগামীকাল থেকে ঘাটালে শুরু হচ্ছে করোনা রোগীদের চিকিৎসা

তৃপ্তি পাল কর্মকার: আগামীকাল তথা ২ সেপ্টেম্বর(২০২০) থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসা শুরু হবে। ঘাটাল হাসপাতালের দুটি পৃথক ভবনে করোনা সংক্রমিত রোগীদের ভর্তি নেওয়া হবে। মোট শয্যা সংখ্যা হচ্ছে ৮০টি। আগামী কাল দুপুর ২টাতে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ড. রশ্মি কমল এবং পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাইচন্দ্র মণ্ডল ওই দুটি করোনা ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পশ্চিম মেদিনীপুর জেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক-১ ডাঃ  সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, ওই ৮০টি বেডের মধ্যে ঘাটাল হাসপাতালের সংক্রমণ বিভাগের পুরানো ভবনে হবে ৩০টি বেড এবং হাসপাতালের পুরানো ভবনের ফিমেল ওয়ার্ডে হবে ৫০টি বেড।
আগামী কাল থেকেই রোগী ভর্তি নেওয়া শুরু হবে। সংক্রমণ বিভাগের পুরানো ভবনের ৩০টি বেড করোনা যোদ্ধাদের জন্য নির্দিষ্ট। অর্থাৎ করোনা যোদ্ধা তথা পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের যদি কেউ করোনা সংক্রমিত হন তাঁদের সেখানে  ভর্তি করা হবে। আর হাসপাতালের পুরানো ভবনে ফিমেল ওয়ার্ডের ৫০টি শয্যায় করোনা যোদ্ধা ব্যতীত বাকি করোনা সংক্রমিতদের  ভর্তি করা হবে।
তবে যে সমস্ত করোনা সংক্রমিত ব্যক্তিদের ভেন্টিলেশন বা আইসিইউয়ের দরকার হবে তাঁদেরকে শালবনী হাসপাতালেই পাঠানো হবে। কারণ, ঘাটাল হাসপাতালে এই মুহূর্তে করোনা সংক্রমিত রোগীদের ভেন্টিলেশন বা আইসিইউয়ের সাপোর্ট দেওয়ার মতো পরিকাঠামো তৈরি হয়নি। যদিও ডাঃ সারেঙ্গী বলেন, আমাদের জেলার প্রায় ৯৫ শতাংশ রোগীই মাইল্ড সিমটোমেটিক। তাই তাঁদের ক্ষেত্রে ভেন্টিলেশন বা আইসিইউয়ের দরকার হবে না।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!