ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ৩ আগস্ট ২০২০

 ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন•নতুন: ১২জন •রিপিট:০৫জন
[লালা রস নেওয়া হয়েছিল: ১আগস্ট ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ৩ আগস্ট ২০২০]
লালারস সংগ্রহের স্থান কোথায় কতজন সংক্রমিত হয়েছেন
ঘাটাল মহকুমা হাসপাতাল ❖মোট:৫ জন। •ঘাটাল পুরসভার গোবিন্দপুরের পাল পাড়ার একজন(পুরুষ/৪৩), কুশপাতার ভুঁইঞা পাড়ার একজন(মহিলা/৪৫), ঘাটাল শীতলপুরের পোড়ে পাড়ার একজন(মহিলা/২১), ঘাটাল রথিপুরের সামুই পাড়ার একজন(মহিলা/৪৬) এবং হরিসিংহপুরের রহমান পাড়ার একজন(পুরুষ/৬১)।
বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্র 😊ঘাটাল মহকুমার কেউ নেই।  
দাসপুর হাসপাতাল  ❖মোট:৪ জন। •নাড়াজোল দুবরাজপুরের সাউ পাড়ার একজন(পুরুষ/২৭), কাদিলপুরের মাজি পাড়ার দুজন(পুরুষ/৩০, পুরুষ/২৯), রাধাকান্তপুরের পাঁজা পাড়ার একজন(পুরুষ/২৫)।
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র 😊ঘাটাল মহকুমার কেউ নেই।  
চন্দ্রকোণা হাসপাতাল 😊ঘাটাল মহকুমার কেউ নেই।  
মেদিনীপুর আয়ুস হাসপাতাল ❖মোট:৩ জন। •ঘাটাল শহরের দালাল পাড়ার কোন্নগরের দুজন( মহিলা/৪২, মহিলা/৪২), দাসপুর-২ ব্লকের খানজাপুরের একজন(পুরুষ/২৬)। 
মেদিনীপুর মেডিক্যাল কলেজ 😊ঘাটাল মহকুমার কেউ নেই।  
শালবনী করোনা হাসপাতাল ❖মোট:৫ জন। ••ঘাটাল শহরের আলামগঞ্জের একজন(পুরুষ/৭৩), দাসপুরের ডিহিচেতুয়ার দুজন( পুরুষ/২৮, পুরুষ/৩০), দাসপুরের মানিকপুরের একজন(পুরুষ/২১), দাসপুর শ্রীবরার একজন(পুরুষ/৩৮)। [শালবনী হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে, এই সমস্ত রোগীরা কিন্তু নতুন ভাবে আক্রান্ত নন। এদের প্রথম বার করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল। তাই এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয় তিনি করোনা সংক্রমিত রয়েছেন কিনা।  শালবনীর এই কয়েক জন রোগীর দ্বিতীয় বা তৃতীর  বারের পরীক্ষাতেও পজিটিভ এসেছে। মেদিনীপুর আয়ুস হাসপাতলেও বেশিরভাগ ক্ষেত্রে রিপিট টেস্ট করা হয়।]
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!