ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ১২আগস্ট ২০২০

ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন•নতুন: ০৮জন •রিপিট:০২জন
[লালা রস নেওয়া হয়েছিল: ১০আগস্ট ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ১২আগস্ট ২০২০]
লালারস সংগ্রহের স্থান কোথায় কতজন সংক্রমিত হয়েছেন
ঘাটাল মহকুমা হাসপাতাল ❖মোট:২ জন। •দাসপুর-২ ব্লকের জ্যোতভগবানের জানাদের একজন(পুরুষ/৪২), ঘাটাল থানার এক জন পুলিশ কর্মী(পুরুষ/৩০)
বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্র •ঘাটাল মহকুমার কেউ নেই•

দাসপুর হাসপাতাল
•ঘাটাল মহকুমার কেউ নেই•

সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র
•ঘাটাল মহকুমার কেউ নেই•

চন্দ্রকোণা হাসপাতাল ❖মোট:৬ জন। •চন্দ্রকোণার এগমোরার পাত্রদের একজন(পুরুষ/২৭), চন্দ্রকোণার(গ্রামের নাম জানা যায়নি) চৌধুরীদের দু’জন(পুরুষ/৫০, কিশোর/১৭), চন্দ্রকোণার মহন্তদের একজন(পুরুষ/৩০), চন্দ্রকোণার মণ্ডলদের একজন(মহিলা/৩২), চন্দ্রকোণার হাজরাদের একজন(কিশোরী/১৬)। •চন্দ্রকোণার একজন ছাড়া বাকিদের গ্রামের নাম জানা যায়নি।
মেদিনীপুর আয়ুস হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
মেদিনীপুর মেডিক্যাল কলেজ •ঘাটাল মহকুমার কেউ নেই•

শালবনী করোনা হাসপাতাল ❖মোট:২ জন। •চন্দ্রকোণার কল্লার খানেদের একজন (পুরুষ/৪৯), ঘাটাল হাসপাতালের একজন(পুরুষ/৪০)[শালবনী ও মেদিনীপুর আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয় তিনি করোনা সংক্রমিত রয়েছেন কিনা। এই সমস্ত রোগীদের দ্বিতীয় বা তার পরবর্তী পর্যায়ের করোনা টেস্টে পজিটিভ এসেছে।]
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!