ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ১৮আগস্ট ২০২০

ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন•নতুন: ১৪জন রিপিট:0৪জন
[লালা রস নেওয়া হয়েছিল: ১৬আগস্ট ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ১৮আগস্ট ২০২০]
লালারস সংগ্রহের স্থান কোথায় কতজন সংক্রমিত হয়েছেন
অ্যান্টিজেন
[সঙ্গে সঙ্গে রিপোর্ট]
মোট:২ জন।• ক্ষীরপাই ৪ নম্বর ওয়ার্ডের মান্নাদের একজন(যুবক/১৮) এবং দাসপুর-২ ব্লকের বেনাইয়ের পালেদের একজন(পুরুষ/৪২)।
ঘাটাল মহকুমা হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
দাসপুর হাসপাতাল মোট:২ জন। •বড়শিমুলিয়ার প্রামাণিকদের একজন(যুবক/১৮) এবং ডিহিবলিহারপুরের মাণ্ডিদের একজন(মহিলা/২৭)।
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র মোট:১০ জন। ••শ্রীবরার মণ্ডলদের পাঁচ জন(পুরুষ/৫৮, মহিলা/৫০, বালক/৪, পুরুষ/৩২, মহিলা/২২), নিশ্চিন্তপুরের সামন্তদের দু’জন(পুরুষ/২৫, মহিলা/৪৫), নিশ্চিন্তপুরের শাসমলদের একজন(পুরুষ/৩০),উত্তর বাড়ের মালেদের একজন(পুরুষ/২২) এবং ভুতার মান্নাদের একজন(পুরুষ/৪৭)।  
বীরসিংহ হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
ক্ষীরপাই হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
আয়ুস হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
শালবনী হাসপাতাল মোট:৪ জন। •সুলতানপুরের ঘোড়ইদের একজন(পুরুষ/৪৫), ঘাটাল থানার একজন, চন্দ্রকোণার এগমোড়ার পাত্রদের একজন(পুরুষ/২৭), দাসপুরের সামন্তদের একজন(মহিলা/৭৫)। [শালবনী ও মেদিনীপুর আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয়।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!