করোনা আতঙ্ক এবার জেলায়,করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে মেদিনীপুর থেকে পাঠানো হল কলকাতা

সৌমেন মিশ্রঃকরোনা ভাইরাসের আতঙ্কের ছোঁয়া এবার আমাদের জেলাতে। পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরের এক ব্যক্তি করোনো ভাইরাসে আক্রান্ত অনুমানে তাকে পাঠানো হল বেলেঘাটা আই ডি হাসপায়াতালে। ২ ফেব্রুয়ারি রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার বাগদা(মোহনপুর) আর এইচ(রুরাল হসপিটাল) থেকে শেক রফিকুল নামের এক ব্যক্তিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলিয়াঘাটা আই ডি হাসপাতালে রেফার করেছেন। জানাগেছে রফিকুল বাবু সম্প্রতি কেরালা থেকে ফিরেছিলেন।
পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশচন্দ্র বেরা বলেন,শেখ রফিকুল বলে মোহনপুর এলাকার যুবকটি সম্প্রতি কেরালা থেকে এসেছেন। উনি করনা ভাইরাস আক্রান্ত রোগীর সংস্পর্শে ছিলেন বলে জানিয়েছিলেন। সেজন্য শেখ রফিকুলের শীররে করনা ভাইরাস আছে কিনা তা জানতে পরীক্ষা-নিরিক্ষা করতে কলকাতার বেলিয়াঘাটা আই ডি হাসপাতালে রেফার করা হয়েছে।

করোনা ভাইরাস:বিশ্বজুড়ে নতুন আতঙ্ক,সতর্ক থাকুন আপনিও

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!