রাতারাতি উধাও একশোদিনের কাজের বোর্ড,দাসপুরে বিজেপির বিক্ষোভ

সন্তু বের:মন্দিরের সামনের খেলার মাঠের উন্নয়নের জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে লাগানো হল একশো দিনের কাজের বোর্ড। অথচ মন্দিরের সামনে নেই কোনো খেলার মাঠ।রাতারাতি উধাও বোর্ড। এরই প্রতিবাদে রবিবারের বিকেলে বিক্ষোভ মিছল করল বিজেপি। ঘটনা জেলার দাসপুর ১ ব্লকের সুজানগর গ্রামের জয়চণ্ডী মন্দিরের।

বিজেপির তরফে মন্তব্য করা হল,এভাবেই দাসপুর ১ গ্রাম পঞ্চায়েত জনগনের টাকা নয়ছয় করে চলেছে। বোর্ডের লেখা জানাজানি হতেই রাতের অন্ধকারে বোর্ড সরিয়েছে তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত। আর এর বিরুদ্ধে জনগনকে জাগিয়ে তুলতেই তাঁদের এই মিছিল।

তবে, অভিযোগ যে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে সেই দাসপুর ১ গ্রাম পঞ্চায়েতের তরফে জানোনো হল স্কিমের নামে ভুল আর সেই ভুল সংশোধন করার জন্যই বোর্ড সরিয়ে নেওয়া হয়েছে। স্কিম সংশোধন করে ফের ওই স্থানেই বোর্ড বসবে, হবে কাজ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!