রেশনে দুর্নীতি?না,দাসপুরের অনেক রেশনেই আছে স্বচ্ছতা

রাজ্যজুড়ে রেশনে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ।একাধিক অভিযোগ উঠেছে আমাদের ঘাটালেও। কিন্তু আজ আমরা দেখব রেশন বন্টনের এক অভিনব দৃশ্য, যেখানে গ্রাহকদের মধ্যে নেই কোন অভিযোগ। করোনা রোধে রেশন ডিলারের জারিকরা নির্দেশ মেনে গ্রামবাসী মুখে মাস্ক পরে বৃত্তে, নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে হাতে স্যানিটাইজার নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার বরাদ্দকৃত নিজেদের প্রাপ্য বুঝে নিচ্ছেন।

ঘটনা দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জয় কৃষ্ণপুরের শেখ সাবীর আলীর রেশন দোকানের। গ্রাহকদের মধ্যে নেই হুড়োহুড়ি,আছে ধৈর্য,আছে করনা সচেতনতা। গ্রাহকদের রেশন দ্রব্য সাথে সংক্রমণ নিয়ে তৎপর রেশন ডিলার সাবীর আলী জানালেন….

রেশন দোকান মানেই দুর্নীতির আখড়া-এ ধারণা যখন ঘাটাল এলাকায় জগদ্দল পাথর হয়ে উঠতে চলেছে, তারই মাঝে দাসপুরের এই চিত্র সে পথেরকে কিছুটা হলেও নড়াবে সে বিষয়ে নিশ্চিত আমরা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!