ঘাটাল-রাণীচক বেহাল রাস্তা সারানোর দাবিতে সিপিএমের পথ অবরোধ

অরুণাভ বেরা: ঘাটাল রাণীচক রাস্তা বেহাল। খানা-খন্দে ভর্তি, পিচ উঠে গেছে। পথচারীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। সেই বেহাল রাস্তা সারানোর দাবিতে আজ ৭ জুলাই মঙ্গলবার সিপিএম ঘাটাল-রাণীচক রাস্তা অবরোধ করল। ঘাটাল পূর্ব এরিয়া কমিটি এবং ঘাটাল এরিয়া কমিটির যৌথ উদ্যোগে বিকেলে প্রায় ঘন্টা খানেক এই অবরোধ চলে। ছিলেন সিপিএমের  প্রবীণ নেতা সমীর হাজরা, চিন্ময় পাল, সুব্রত মণ্ডল সহ অন্যান্যরা।
চিন্ময়বাবু বলেন, দীর্ঘদিন এই রাস্তা খারাপ অবস্থায় আছে। পিচের ওপরে মোরাম দিয়ে তাপ্পি দেওয়া হয়েছে। হুগলি ও হাওড়ার একাংশ গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম এই রাস্তাটি। বারবার বলা সত্ত্বেও রাস্তা না সরানোয় আজ আমরা পথ অবরোধ করেছিলাম। প্রশাসনের তরফ থেকে চারদিনের মধ্যে রাস্তা সরানোর কাজ শুরু হওয়ার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়েছে। কাজ না শুরু হলে আবার অবরোধ হবে। এদিনের অবরোধে স্থানীয় বাসিন্দারাও অংশ নিয়েছিলেন বলে সিপিএম জানিয়েছে। উল্লেখ্য, একই দাবিতে আজ বিজেপিও সকালের দিকে এই রাস্তা অবরোধ করে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!