কৃষিঋণ মুকুব ও ধানের দাম বৃদ্ধি সহ একাধিক দাবিতে সিপিএমের ডেপুটেশন

মনসারাম কর:আজ ১৬ আগস্ট বৈকাল ৪ টায় ঘাটালের বরদা চৌকান সংলগ্ন বিডিও অফিসে সিপিআইএমের কৃষকসভা ও ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে কৃষিঋণ মুকুব ও ধানের দাম বৃদ্ধি সমেত জবকার্ডে ২০০ দিনের কাজের দাবি জানিয়ে ডেপুটেশন জমা করা হয়। এর জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়, যদিও পরে তা স্বাভাবিক হয়ে যায়।

এই ডেপুটেশন সভা থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সমালোচনা করা হয় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করা হয়। এই নিয়ে সারা ভারত কৃষকসভার ঘাটাল ব্লক কমিটির সম্পাদক সুব্রত মন্ডল বলেন, আমরা বিডিও সাহেবের কাছে আমাদের দাবি জানিয়েছি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!