তৃপ্তি পাল কর্মকার: আজ ১০ জুলাই শুক্রবার দাসপুর-২ ব্লকের ফরিদপুরে ৪০ জন সিপিএম থেকে তৃণমূলে যোগদান করলেন। দাসপুর-২ ব্লক সভাপতি আশিস হুদাইদের উপস্থিতিতে তাঁরা তৃণমূলে যোগদান করেন বলে জানা গিয়েছে। এছাড়াও ওই যোগদানপর্বে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা জিতেন নায়েক, কল্পনা শাসমল, রুমা রাজপণ্ডিত, তপন সাউ, মনোরঞ্জন সাউ, বিশ্বরঞ্জন বেরা সহ অনেকেই। যাঁরা সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তাঁরা বলেন, বর্তমানে এই বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই। তৃণমূল ছাড়া উন্নয়ন নিয়ে কেউ ভাবে না। বাকিরা শুধুই দলবাজি করে। সাধারণ মানুষের কথা ভাবেন না। সেজন্যই আমরা তৃণমূলে যোগদান করলাম। এদিকে সিপিএম নেতা স্বপন সাঁতরা বলেন, আমাদের দল থেকে কোনও নেতা বা কর্মী তৃণমূলে যোগদান করেননি। যদি কোনও দল তা বলে থাকে তাহলে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে।
এই মুহূর্তে
কেন নিজেকে শেষ করে দিলেন যুবক? তদন্তে পুলিশ
আকাশ দোলই,'স্থানীয় সংবাদ', ঘাটাল: নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের।
ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটাল(Ghatal) থানার খাড়গম্ভীর নগর এলাকায়। মৃত যুবকের নাম আকাশ মণ্ডল(২৪)।...