সাইবার প্রতারণা থেকে সচেতন থাকুন: দাসপুর পুলিশ

সৌমেন মিশ্র ও কমল সামন্ত: সারা রাজ্যের সাথে দাসপুর থানা জুড়েও এলাকাবাসী বারে বারে সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। নিজের বা ব্যবসার টাকা খোয়ানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট হ্যাক হলে দুর্নামও কুড়াচ্ছেন। এবার এলাকাবাসীকে এই সাইবার প্রতারণা বিষয়ে সচেতন করতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় দাসপুর পুলিশের বড়সড় উদ্যোগ। আজ মঙ্গলবার দাসপুরের নাড়াজোলে নাড়াজোল রাজ কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রায় ৪০০ শত এলাকাবাসীকে নিয়ে এক সাইবার সচেতনতা বিষয়ে সেমিনার হল। সেমিনারে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সাইবার ক্রাইম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসার নীলেন্দু দাস,দাসপুর পুলিশের ওসি অমিত মুখোপাধ্যায়ের পাশাপাশি কলেজের ভাইস প্রিন্সিপাল রণজিৎকুমার খালুয়া ও অন্যান্যরা। সেমিনারে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম, যেমন ফেক ফেসবুক কীভাবে চেনাযায়, নেট ব্যাঙ্কিং এ কীভাবে মানুষকে ঠকানো হয়,কীভাবে মোবাইল হ্যাক করা হয়, কীভাবে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে মানুষকে ব্ল্যাকমেল করা হয়, কীভাবে ব্যঙ্ক এর স্টাফ এর পরিচয় দিয়ে প্রাঙ্ক করার মধ্য দিয়ে কীভাবে ডাটা নিয়ে ব্যাংক থেকে টাকা সরিয়ে নেওয়া হয়… মূলত এই সব বিষয়ে সচেতন করা হয়। পুলিশের উদ্যোগে এই সেমিনারের প্রশংসা করেন এলাকাবাসীর পাশাপাশি কলেজ পড়ুয়ারাও। পুলিশের তরফে অনুরোধ করা হয় কোনোভাবেই ব্যাংক একাউন্ট এবং সোশাল মিডিয়া সংক্রান্ত কোনো নথি বা OTP শেয়ার না করতে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!