সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: গতরাতে দাসপুর থানার শ্যামসুন্দরপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি দোতলা মাটির বসতবাড়ি। অল্পের জন্য রেহাই পেলেন বাড়ির বাসিন্দারা। আগে থেকেই বিপদের আঁচ পেয়ে বাড়ির লোকেরা অন্যত্র সরে পড়াতে বিপদ কিছুটা এড়ানো গেছে। তবে বাড়ির মালিক শেখ হোসেন আলী ও ভাই শেখ জহর আলী সহ বাড়ির মোট ১২ জন সদস্য নিরাপদে বেরিয়ে আসতে পারলেও ভগ্নস্তূপে একটি গবাদি পশু আটকে আছে বলে জানা গেছে। প্রতিবেশীরা সাথে সাথে উদ্ধারকার্যে হাত লাগালেও খবর পেয়েই দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনার পরিদর্শনে গেছেন মহকুমাশাসক সুমন বিশ্বাসও। গত তিন চারদিনের প্রবল বর্ষনের ফলেই ওই বাড়িটি ধসে পড়েছে বলে মনে করা হচ্ছে।
এই মুহূর্তে
দুর্ঘটনায় গুরুতর জখম ব্যক্তির মর্মান্তিক পরিণতি
বাবলু মান্না, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: দুর্ঘটনায় আহত ব্যক্তির মর্মান্তিক পরিণতি হল।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার গোপীগঞ্জ-সুলতাননগর সড়কে দাসপুর থানার তাজপুর এলাকায় তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি...