দাসপুরে যেখানে সেখানে মদের বোতল পড়ে থাকতে দেখা গেল, গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে সর্তকতামূলক প্রচার করা হল

বাবলু মান্না, স্থানীয় সংবাদ,ঘাটাল: মদের বোতল যেখানে-সেখানে পড়ে থাকতে দেখলেই গ্রামপঞ্চায়েত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এই মর্মেই সতর্কতামূলক প্রচার চালাল দাসপুর-২ ব্লকের দুধকোমরা গ্রামপঞ্চায়েত। আজ ৬ জুন ওই গ্রামপঞ্চায়েত এলাকার ১ ও ১৬ নম্বর বুথে মাইকে করে প্রচার চালানো হয়। লকডাউনে মদপানের হার দিন দিন বাড়ছে। ভিন রাজ্য থেকে ফিরে এসে দাসপুর থানা এলাকার বিভিন্ন গ্রামের যুবকরা জমিয়ে আড্ডা বসিয়ে অহরহ মদপান করে চলেছে। মদ পান করার পরই মদের বোতলগুলি যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে। মদের গোটা খালি বোতল, ভাঙা বোতল ধান জমি, পুকুর ঘাট, নদী নদী, রাস্তার আশেপাশে পড়ে থাকতে দেখা যাচ্ছে। চাষিরা মাঠে কাজ করতে গেলে কারো বা কাটছে পা বলে অভিযোগ। মদপানে আপত্তি জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। কিন্তু তাদের আপত্তি ওই পরিত্যক্ত বোতল নিয়ে। পঞ্চায়েত থেকে জানানো হয়েছে, এবার থেকে যেখানে সেখানে মদের বোতল ফেলতে দেখা গেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015