দাসপুরের অ্যাসিডহানায় অভিযুক্তরা এখনো অধরা,সুপাতে মৌন মিছিল

দাসপুর থানার সুপা গ্রামের নবম শ্রেণীর দুই ছাত্রীর উপর অ্যাসিড হামলার ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ দাসপুর পুলিস। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ পথে নামল সুপা পুড়শুড়ি উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা।
৯ সেপ্টেম্বর রাতে টিউশন থেকে বাড়ি ফেরার পথে এই সুপাপুড়শুড়ি উচ্চ বিদ্যালয়েরই নবম শ্রেণীর দুই ছাত্রী অর্পিতা খাঁ ও সুপ্রিয়া দোলই অ্যাসিড হানায় জখম হয়। অ্যাসিড দগ্ধ দুই ছাত্রীকে সঙ্গে সঙ্গে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাসিড ছোঁড়ার ফলে সুপ্রিয়ার পিঠে অল্প অ্যাসিড পড়লেও অর্পিতার চোখ ও শরীর অ্যাসিডে গুরুতর দগ্ধ হয়েছে।

আজ সেই অ্যাসিড হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মৌন মিছিল করে। মিছিলটি গোটা সুপা গ্রাম পরিক্রমা করে বিদ্যালয়ে ফেরে।
সুপা পুড়শুড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিক সন্দীপ সিনহা বলেন,সুপার মত শান্তিপূর্ণ এলাকায় স্কুল ছাত্রীদের উপর অ্যাসিড হানা খুবই নিন্দনীয় ঘটনা। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিস সুপার কাজি সামসুদ্দিন আহম্মেদ জানিয়েছেন, পুলিস ইতি মধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে।

অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দেওয়াই এখন পুলিসের কাছে সব চাইতে বড় চ্যালেঞ্জ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!