দাসপুরে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে রক্তদান শিবির

মন্দিরা মাজি ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: কোভিড পরিস্থিতিতে সারা রাজ্যের পাশাপাশি আমাদের মহাকুমাতেও রক্তের তীব্র সংকট দেখা দিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে ও নানান সংস্থা নিজস্ব উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করে মহাকুমার ব্লাড ব্যাংক গুলির হাতে সেই রক্ত তুলে দিয়ে রক্তের ঘাটতি অনেকটাই পূরণ করা গেছে। রক্তের চাহিদা পূরণে এবার উদ্যোগী হলেন দাসপুরের বরুণা সৎসঙ্গ হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকারা। সচরাচর স্কুলের উদ্যোগে রক্তদান শিবির লক্ষ্য করা যায় না, কিন্তু বরুণা সৎসঙ্গ হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকারা প্রমাণ করে দিলেন বরুণা হাইস্কুল তার ব্যাতিক্রম। আজ ১৬ জুলাই ওই স্কুলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা প্রতিবারই অভিনব কিছু করার চেষ্টা করি, আজকের রক্তদান শিবিরটি তারই একটি। সকাল ১১ টা থেকে আমরা শিবিরটি শুরু করি। আমাদের আজকের রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-২ ব্লকের বিডিও অনির্বাণ সাহু, দাসপুর-২ ব্লকের বিধায়ক মমতা ভুঁইয়া, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, সহ সভাপতি আশিষ হুতাইত প্রমুখ। স্কুলের সহ শিক্ষক ধনঞ্জয়বাবু জানান, এই রক্তদান শিবিরের জন্য তাঁরা তাঁদের স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের আহ্বান জানিয়েছিলেন। খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছেন তাঁদের থেকে। প্রাক্তন ছাত্রছাত্রী, তাঁদের অভিভাবকরা ও স্কুলের শিক্ষকেরা মিলে সর্বমোট ৫০ জন রক্তদান করেছেন। রক্তদাতাদের মধ্যে ৮ জন মহিলাও ছিলেন। রক্তদাতাদের হাতে স্কুলের পক্ষ থেকে চারাগাছ তুলে দেওয়া হয়েছে।

আরও রক্তদাতা রক্তদানের জন্য উপস্থিত হয়েছিলেন, কিন্তু ৫০ জনের বেশি তাঁরা রক্ত নিতে পারেননি। তাঁদের আজ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান সুজিতবাবু। এছাড়াও ‘কোবরা বাহিনী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রায় আটজন রক্তদান করেছেন আজ। যার মধ্যে তাঁদের স্কুলের প্রাক্তন ছাত্ররাও ওই টিমের সদস্য হিসেবে রয়েছেন। সম্পূর্ণ কোভিড বিধিকে মান্যতা দিয়ে আজকের শিবিরটি সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015