অনলাইনে ওষুধ কিনে দাসপুরের ক্রেতা প্রতারিত

অন লাইনে ওষুধ কিনে সমস্যায় ক্রেতা। ভুল ওষুধ দেবার অভিযোগে সংস্থার কর্মীকে ধরে রেখে পুলিসে জানালেন প্রতারিত ওই ক্রেতা।

দাসপুর থানার রাজনগরের স্বপন হাইত তাঁর স্ত্রী অপর্না হাইতের নামে ২হাজার টাকার কিছু বেশি টাকার ওষুধের অর্ডার দেন অনলাইনের প্রথম শ্রেনীর এক মেডিসিন সাপ্লাই কোম্পানিতে। আজ ২৯ ফেব্রুয়ারি সে ওষুধ পেয়ে স্বপন বাবু ডেলিভারি বয়ের কাছেই ওষুধের প্যাকেট খোলেন এবং দেখেন মাত্র তিনশো টাকার অন্যের নামের ভাউচারে অন্য সব ওষুধ। আটকে ফেলেন ও সংস্থার ডেলিভারি বয়কে। খবর দেন স্থানীয় ভিলেজ পুলিশ সুশান্ত কপাটকে। ডেলিভারি বয় সংস্থার অফিসে খবর দেন।

সুশান্তবাবু এসে বিষয়টি খতিয়ে দেখেন এবং ঘটনার সত্যতা যাচাই করেন। সংস্তার কর্মীরা এসে বিষটি দেখেন এবং নিজদের ভুল শিকার করেন। এবং দেখা যায় এক অন্য ব্যক্তির ওষুধ স্বপন বাবুর প্যাকেটে এসেছে। সংস্থার কর্মীরা জানান,প্যাকেট করার সময়ই এই ভুল। পুলিসের তরফে বলা হয়,ওষুধের ক্ষেত্রে অতিরিক্ত যত্ন নেওয়া উচিৎ ছিল।

স্বপনবাবু জানান,হাতের মুঠোয় আজ সব কিছু এলেও প্রতারিত হওয়ার সম্ভাবনা গুনিতক হারে বেড়েছে। তাই চোখ কান খোলা রেখেই আধুনিক পথে এগোনো ভালো।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!