কাজের নিরিখে দাসপুর-২ পঞ্চায়েত সমিতি রাজ্যের প্রথম

তৃপ্তি পাল কর্মকার: সার্বিক উন্নয়নের বিচারে রাজ্যের মধ্যে প্রথম হল দাসপুর-২ পঞ্চায়েত সমিতি। কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতী রাজ মন্ত্রকের উদ্যোগে প্রত্যেক বছর ‘দিন দয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার’নামে এই পুরস্কারটি প্রত্যেক রাজ্যের একটি করে জেলাপরিষদ, দুটি করে পঞ্চায়েত সমিতি এবং তিনটি করে গ্রামপঞ্চায়েতকে দেওয়া হয়। সেই হিসেবে দাসপুর-২ পঞ্চায়েত সমিতি ওই পুরস্কার পেয়েছে। আর পেয়েছে পশ্চিম বর্ধমানের অণ্ডাল পঞ্চায়েত সমিতি। কাজের স্বচ্ছতা, সার্বিক উন্নয়ন, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সমাপ্ত করা ইত্যাদি বেশ কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারের ওই মন্ত্রক এই পুরস্কার দেয়। দাসপুর-২ বিডিও তথা দাসপুর পঞ্চায়েত সমিতির কার্যনিবাহী আধিকারিক অনির্বাণ সাহু বলেন, এই পুরস্কার আমাদের পঞ্চায়েত সমিতির সর্বস্তরের জনপ্রতিনিধি এবং অফিস কর্মীকে আরও আন্তরিক ভাবে কাজ করতে উৎসাহিত করল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!