লকডাউনে স্কুটি শেখাতে গিয়ে বিপাকে দম্পতি,কানে ধরাল দাসপুর পুলিশ

লকডাউনে স্ত্রীকে বাইক চালানো শেখাতে গিয়ে বিপাকে দম্পতি। লকডাউন,রাস্তা ফাঁকা। এই সুযোগে স্ত্রীকে স্টুটি চালাতে শিখিয়ে দিতে চেয়েছিলেন স্বামী। স্ত্রীর পিছনে বসে স্বামী হাতে হাত ধরে স্কুটি চালানোর পাঠ দিচ্ছেন। অনেকটা পথ স্ত্রী স্বামীকে নিয়ে এগিয়ে চলেছেন। হঠাৎ সামনে দাঁড়িয়ে দাসপুর পুলিশের কর্তব্যরত অফিসার।


একে লকডাউনে বাইরে তার উপর মাথায় নেই হেলমেট,মুখে নেই করোনারোধী মাস্ক। কানে ধরতে হল দম্পতিকে।

এই লকডাউন অমান্য করলে এটাই শাস্তি। ঘটনা দাসপুর থানার ঘাটাল মেদিনিপুর সড়কের রাজনগরের। বৃহস্পতিবার দুপুরের ঘটনা। শুধু ওই দম্পতি নন,মুখে মাস্ক না লাগিয়ে অযথা ঘোরাঘুরি করলে সবারই শাস্তি একই।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!