কোয়ারেনটাইনে থাকা দাসপুরবাসী আবারও বিক্ষুব্ধ

ইন্দ্রজিৎ মিশ্র:কোয়ারেনটাইনে প্রশাসনিক গাফিলতির অভিযোগে আবারও উত্তাল দাসপুর। আগের সপ্তাহে দাসপুরের যদুপুরের পর আজ মঙ্গলবার দাসপুর ১ নম্বর ব্লকেরই নন্দনপুর ও বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কোয়ারেনটাইনে থাকা ভিন রাজ্য ফেরত গ্রামিবাসীরা সিপিএমের যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর কাছে তাদের ক্ষোভ উগরে জানালেন,মাত্র দুটি বাথরুম তাতেই ৩০ জনের বেশি মানুষের নিত্যকর্ম,কোয়ারেনটাইন সেন্টার চত্তর স্যানিটাইজ পর্যন্ত করছে প্রশাসন,আছে খাদ্য সমস্যাও।

স্থানীয় আশা সিভিকদের জানালে তারা বলে উপর মহলে জানাতে আবার ব্লক স্তরে জানালে তারা জানায় গ্রাম পঞ্চায়েত স্তরে সব পাঠানো আছে।

দাসপুরের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১০ টি কোয়ারেনটাইন সেন্টারের মানুষদের ত্রাণ বিলি করতে গিয়েই এই সমস্যার কথা প্রকাশ্যে আসে।

অন্য দিকে নন্দনপুর হাইস্কুলে কোয়ারেনটাইনে থাকা গ্রামবাসীদেরকেও এই একই অভিযোগে ক্ষোভে ফেটে পড়তে দেখা গেল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!