জীবন্ত কন্যাসন্তানকে নিজে হাতে নদীর জলে ফেলে দেওয়ার অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে

কুমারেশ চানক, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দুই মাসের কন্যাসন্তানকে ঝুমি নদীতে ফেলে দিল বাবা-মা, পুলিশ(Police) গিয়ে আটক করলো ওই শিশুর [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বাবা ও মাকে। নিন্দনীয় এই ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার(police station) রামচক গ্ৰামে। নিজের দুইমাসের কন্যাসন্তানকে নিজে হাতে নদীর জলে ভাসিয়ে দিয়েছে বাবা খোকন হাজরা ও মা টুকা হাজরা। পুলিশের জেরার মুখে সেই ঘটনার কথা নিজে মুখে স্বীকার করেছে ওই শিশুর বাবা-মা। পুলিশের কাছে খোকন ও টুকা জানিয়েছে, ২ জানুয়ারি মঙ্গলবার তারা তাদের দুইমাসের কন্যা সন্তানকে ঝুমি নদীর জলে ভাসিয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ওই শিশুর এখনও কোনও হদিশ মেলেনি। মঙ্গলবার ঘটনাটি ঘটলেও কেউ এই ঘটনার টের পায়নি। বৃহস্পতিবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা খোকন হাজরার বাড়িতে ওই শিশুকে(child) টিকা দিতে গিয়ে তাদের সন্দেহ হয়। তৎক্ষণাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা মনশুকা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পুরো বিষয়টি জানান, তারপরেই ওই এলাকার ভিলেজ পুলিশ(Village police) ঘাটাল থানায় খবর দেন এবং কিছুক্ষনের মধ্যেই ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায় পৌঁছান ঘটনাস্থলে। ওই এলাকায় গিয়ে সমস্ত দিক খতিয়ে দেখে। আটক করা হয় ওই শিশুকন্যার বাবা ও মাকে।

স্থানীয়রা জানাচ্ছেন, খোকন পেশায় রাজমিস্ত্রির কাজ করে। খোকনের একটি কন্যা সন্তান এবং একটি পুত্রসন্তান রয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়া রায় বলেন, এটি একটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অবিলম্বে এই ধরনের বাবা-মায়ের শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যদিকে এই ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় ওঠে ওই এলাকায়। বর্তমান যুগেও যেখানে কন্যা ভ্রূণ হত্যা দণ্ডনীয় অপরাধ, বেটি বাঁচাও বেটি পড়াও এই ধরনের সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে সেখানে মনশুকা ২ গ্ৰাম পঞ্চায়েত এলাকার রামচকের এই ঘটনা সত্যি অত্যন্ত নিন্দনীয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।