করোনাতে দাসপুর হাসপাতালের অপথ্যালমোলজিস্ট মারা গেলেন

নিজস্ব সংবাদদাতা: দাসপুর গ্রামীণ হাসপাতালে চক্ষুরোগ বিভাগের অপথ্যালমোলজিস্ট সুনীল অধিকারী করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন। আজ ২০ সেপ্টেম্বর ভোরে  শালবনী হাসপাতালে তিনি মারা যান। কয়েক দিন আগে কিছু উপসর্গ নিয়ে তিনি প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাঁকে শালবনী করোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। আজ ভোরে তিনি মারা যান।
সুনীলবাবুর বাড়ি দাসপুর থানার(দাসপুর-২) ইসবপুরে। তিনি খুব দক্ষতার সঙ্গে রোগী দেখতেন। প্রায় এক বছর আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ‘দাসপুরের বৃহত্তর পরিবার: একই হাঁড়িতে এখনও ৫০ জনের রান্না হয়’ একটি খবর করে ছিলাম[[লিঙ্ক]। সেই বনেদি পরিবারের অন্যতম সদস্য ছিলেন সুনীলবাবু।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!