DYFI এর তরফে দাসপুরে বিক্ষোভ,উঠল একাধিক অভিযোগ

ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন DYFI এর দাসপুর শাখার তরফে সিপিএমের এই যুব সংগঠনের যুবক যুবতীরা আজ ১১ মে সোমবার রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন। আজ সকালে DYFI

কর্মী সমর্থকরা দাসপুর ১ নম্বর ব্লক অফিস ঘেরাও করে দাবি তোলেন পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর। সাথে তাদের জন্য রাজ্য সরকারের যে প্রচেষ্টা প্রকল্প,অভিযোগ সেই পকল্পে হাজার বার চেষ্টা করেও নথি দাখিল করতে পারা যাচ্ছে না। আজকের এই বিক্ষোভ কর্মসূচি বিষয়ে DYFI কলোড়া লোকাল কমিটির সম্পাদক কৌশিক চক্রবর্তী জানান….

বিক্ষোভ শেষে এই ৭ দফা দাবি DYFI নেতৃত্বরা দাসপুর ১ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাজে লিখিত আকারে জমা দেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!