কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ

জগদীশ মণ্ডল অধিকারী, অতিথি সাংবাদিক, স্থানীয় সংবাদ: রূপনারায়ণ নদের উপর [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বন্দর এলাকায় একটি কংক্রিটের ব্রিজ ও শিলাবতী নদীর উপর সাহেবঘাটে অন্য একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে আজ ২ মে ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতির নিকট  স্মারকলিপি পেশ করা হল। প্রতিনিধিদলে ছিলেন কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক, সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক কানাইলাল পাখিরা,মহাদেব সামন্ত,বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির সহ সভাপতি অর্ধেন্দু মাজি,যুগ্ম সম্পাদক মদন রম প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য, হুগলি জেলার খানাকুল ১ ও ২ নম্বর ব্লকের এক বিরাট সংখ্যক বাসিন্দা চিকিৎসা পরিষেবা নিতে ও যাতায়াতের ক্ষেত্রে ঘাটাল হয়েই একদিকে কলকাতা অন্যদিকে খড়গপুর যাওয়া-আসা করে। ফলস্বরূপ বন্দর নামক ওই স্থানে একটি কংক্রিটের ব্রিজ হলে পশ্চিম মেদিনীপুর ও হুগলী জেলার লক্ষাধিক মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। অন্যদিকে শীলাবতীর সাহেবঘাটে সেচ দপ্তর প্রায় দশ বছর পূর্বে মাটি পরীক্ষা করলেও আজও সেই স্থানে কংক্রিটের ব্রিজ নির্মিত হয়নি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!