সোমেশ চক্রবর্তী: ঘাটাল ব্লকের রাধানগর-কুঠিঘাট সড়কের মোহনপুর মোড় থেকে একটি মোরাম রাস্তা খড়িগেড়িয়া পর্যন্ত গিয়েছে। ওই রাস্তাটি দীর্ঘদিন বেহাল হয়ে পড়ে রয়েছে। অথচ ওই রাস্তাটি সংস্কারের বিষয়ে প্রশাসন কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। সেজন্য আজ ২৯ আগস্ট ঘাটাল ব্লকের মোহনপুর, পোয়ালগেড়িয়া এবং খড়িগেড়িয়া গ্রামের বাসিন্দারা গাড়ি ভাড়া করে বিডিও’র কাছে স্মারকলিপি জমা দিতে আসেন। একই সঙ্গে তাঁরা এদিন মোহনপুর গ্রামপঞ্চায়েত অফিসেও একই ইস্যুতে স্মারকলিপি প্রদান করেন। •ছবিটি পাঠিয়েছেন প্রশান্ত সরকার।
এই মুহূর্তে
কেন নিজেকে শেষ করে দিলেন যুবক? তদন্তে পুলিশ
আকাশ দোলই,'স্থানীয় সংবাদ', ঘাটাল: নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের।
ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটাল(Ghatal) থানার খাড়গম্ভীর নগর এলাকায়। মৃত যুবকের নাম আকাশ মণ্ডল(২৪)।...