ঘাটালে ক্রেতাদের নজর কাড়ছে নকশাভরা আধুনিক মাস্ক

মনসারাম কর:  জামা কাপড়ের নকশার সাথে তাল মিলিয়ে বাজারে রঙ বেরঙের নকশাভরা মাস্কের চাহিদা এখন  সর্বত্র। মাস্ক পরা নিয়ে মানুষের মধ্যে অনিহা দেখা গেলেও ঘাটালে এখন দেদার বিকোচ্ছে নকশাভরা আধুনিক মাস্ক। করোনা ভাইরাস সংক্রমণ বা লকডাউন শুরুর দিকে যে সকল মাস্ক নিয়ে বহু চর্চা হয়েছে সেই N95 বা সার্জিক্যাল মাস্ক থেকে মুখ ফিরিয়ে অধিকাংশ মানুষের নজর এখন  নকশাভরা মাস্কের দিকেই। দুর্গাপুজোর সময় থেকে শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলের মানুষের মধ্যেই এই রুচির বদল দেখা গেছে। বিক্রেতারা জানাচ্ছেন, জামা বা কাপড়ের রঙ ও নকশার সাথে মিল করে মাস্ক কিনছেন ক্রেতারা। পুজো বা পারিবারিক অনুষ্ঠানেও সকলের মাঝে নজর কাড়ছে এই আধুনিক মাস্ক, তাই ক্রেতাদের ঝোঁক এখন এদিকেই। সম্প্রতি  ভাইরাস সংক্রমণ আটকানো মাস্ক ব্যবহারের মূল উদ্দেশ্য হলেও বর্তমানে নকশাভরা মাস্ক ব্যবহারের মধ্যে অন্যের নজর কাড়াটাই প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে অনেকের। যুবতী ও অল্প বয়সী গৃহবধূদের মধ্যে  আধুনিক নিত্য নতুন মাস্ক ব্যবহারের  প্রবণতা সব থেকে বেশি। তবে মাস্কের ধরণ যাই হোক, মাস্ক পরে বাড়ি থেকে বের হলে রাস্তার ধুলো থেকে যে কিছুটা হলেও রেহাই মিলছে এটা মানেন সকলে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।