চিকিৎসক দিবসে গ্রামীণ চিকিৎসক ও হাসপাতালের ডাক্তার স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধাজ্ঞাপনে ‘মুক্তধারা’

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: সমাজে যে পেশা, পেশার গন্ডি ছাড়িয়ে সেবার দীর্ঘতায় উজ্জ্বল আজ সেই পেশার উদযাপন দিবস। দিন, রাত, ঝঞ্ঝা, মহামারীতে যাঁরা ভগবানের রূপে অবতীর্ণ হন। তাঁদের সম্মান জানানোর যদিও কোনও নির্দিষ্ট দিন হয় না। তবুও আজ ১ জুলাই বিখ্যাত ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন, সেই ডাক্তার বাবুদেরই সম্মান জানানোর দিন, আজ ডক্টরস ডে। বিশ্বব্যাপী মহামারীর ভয়ংকর বিভীষিকায় মানুষের একমাত্র আশার আলো জ্বালিয়ে রেখেছিলেন এই ডাক্তারবাবু, নার্স, স্বাস্থ্য কর্মীরা। এই কৃতজ্ঞতা ও কুর্ণিশ জানাতেই গোবিন্দনগরের নাট্য ও সমাজ ভাবনা বিষয়ক সংস্থা ‘মুক্তধারা’ দাসপুর গ্রামীণ হাসপাতাল, সোনাখালী গ্রামীণ হাসপাতাল এবং সেকেন্দারী গ্রামীণ হাসপাতালের ডাক্তারবাবু, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের পুষ্পস্তবক ও উপহার দিয়ে সম্মানিত করলেন। এই সংস্থার সদস্য অরিন্দম গোস্বামী জানালেন, অসুস্থতা থেকে আরোগ্যের পথের দিশা দেখান ডাক্তারবাবুরা। যা এই কোভিড মহামারীতেও অন্যথা হয়নি। জাতি, বর্ণ, ছোটো-বড়ো সমস্ত ভেদাভেদ মুছে মাসের পর মাস নিজেদের পরিবারকে দূরে সরিয়ে রেখে নির্দ্ধিধায় সেবা করছেন। পরিশ্রম, পারিশ্রমিক সমস্ত কিছুর উর্ধ্বে কেবলমাত্র সেবাধর্মে দীক্ষিত হয়েই কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তাই আমরা ডাক্তারবাবুদের শ্রদ্ধা জানাতে এসেছিলাম। একই সঙ্গে আজ আমরা গোবিন্দনগর ও গৌরা এলাকার পাঁচজন গ্রামীণ চিকিৎসককেও সম্মানিত করেছি। তাঁরাও এই মহামারীতে গ্রামীণ এলাকায় আমাদের ভরসাস্থল।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।