ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ ঘাটাল: পথ অবরোধ এর মাধ্যমে প্রতিবাদ জানালো দাসপুর থানার নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের বালিপোতা গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, বিদ্যুৎ চাই। আজ শুক্রবার বিকাল ৬ টা থেকে এলাকার বন্যা কবলিত মানুষেরা পথ অবরোধ শুরু করেন। অবরোধকারীরা জানান গত শুক্রবার থেকেই তাদের এলাকায় বন্যা সেই থেকেই বিদ্যুৎহীন তাঁদের এলাকা। খবর পেয়ে দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরবর্তী সময়ে পুলিশের আশ্বাসে এবং তৎক্ষনাত ইলেকট্রিকের কাজ শুরু হওয়ায় পথ অবরোধ তুলে দেয় গ্রামবাসীরা ।
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...