ঘাটালে সাতসকালে চোলাই মদের  বিরুদ্ধে বড়সড় অভিযানে পুলিশ ও আবগারি দপ্তর, আটক ৩, বাজেয়াপ্ত কয়েক’শ লিটার চোলাই মদ

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ: পুলিশ এবং আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে আজ ৬ জুলাই সকাল থেকে ঘাটালের বেশ কয়েকটি চোলাই তৈরির ঠেকে অভিযান চলেচালানো হয়। অভিযানে নেমে ৩ জন চোলাই কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।  চোলাই তৈরীর কাঁচামাল নষ্ট সহ কয়েক’শ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয় এই অভিযানে। ঘাটাল থানার ইড়পালা, হরিশপুর এলাকায় চলছিল অবৈধভাবে চোলাই তৈরি। আগে একাধিকবার সচেতন করা হয়েছে ওই সকল চোলাই কারবারীদের। তাতে কাজ না হওয়ায় আজ ওই এলাকাগুলিতে হঠাৎ অভিযান চালায় পুলিশ। অভিযানে ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, পশ্চিম মেদিনীপুরের আবগারি দপ্তরের ডেপুটি কালেক্টর সুপ্রজিত হীরা সহ ঘাটাল থানার পুলিশ বাহিনী। চোলাই মদ বন্ধ করার জন্য ঘাটাল মহকুমা জুড়ে ধারাবাহিক অভিযান চালানো হবে বলে পুলিশ জানিয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!