লকডাউনে ফেসবুকে সঙ্গীত শিল্পীদের লাইভ অনুষ্ঠান

পিঙ্কি ভুঁইঞা, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল:  করোনা মহামারীর দাপটে মানুষ দীর্ঘ দিন গৃহ বন্দি।  মানুষের মন মেজাজ একদম ভালো নেই l তাই মানুষের মনে একটু আনন্দ দেওয়ার জন্য জেলা বিখ্যাত শালিমার সাউন্ড সঙ্গীত শিল্পীদের নিয়ে ফেসবুক লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছে।  বেশ কয়েকদিন ধরেই চলেছে এই লাইভ অনুষ্ঠান l বিভিন্ন  শিল্পীরা লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীকালে বিভিন্ন শিল্পীরা দূরদূরান্ত ওই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।   শালিমার সাউন্ডের  কর্ণধার সীতানাথ বেরা বলেন, লকডাউনে দিনের পর দিন বাড়িতে একঘেঁয়ে ভাবে কাটাছিলাম, তারপর একদিন হঠাৎ ইচ্ছে হয় ফেসবুক লাইভ অনুষ্ঠান করার। আমি সাথে সাথে  সংগীতশিল্পী সত্যজিৎ চক্রবর্তী ও মিঠুন করকে বিষয়টি জানাই l তাঁদের সহযোগিতাতে শুরু করি এই ফেসবুক লাইভ অনুষ্ঠান l দেশবিদেশের প্রচুর মানুষ আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখেন। সঙ্গীত শিল্পী স্বপন কর, সত্যজিৎ চক্রবর্তী, জয়দেব খামরই, মিঠুন কর ও উৎপল মাইতি মতো ব্যক্তির সহযোগিতা এবং দর্শকদের   উৎসাহ ও ভালোবাসা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে l সংগীতশিল্পী স্বপনবাবু বলেন, এই লকডাউনে লাইভ অনুষ্ঠান ও গানের চর্চা সবার মনে খানিকটা হলেও আনন্দ দিচ্ছে l

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!