সাগর শর্মা, স্থানীয় সংবাদ: ঘাটালে ট্রান্সফরমারে আগুন লেগে বিপত্তি, আগুন নেভাতে ঘটনাস্থলে দমকল, পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। আজ ৩১ জানুয়ারি মঙ্গলবার রাত ৮টা নাগাদ ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডের অরবিন্দ স্টেডিয়ামের পাশে রাধারাণী প্রাথমিক স্কুলের কাছের ট্রান্সফরমারটিতে হঠাৎ আগুন লেগে যায়। ওই ওয়ার্ডের বাসিন্দা সাগর শর্মা বলেন, ট্রান্সফরমারটি থেকে ধোঁয়া উঠতে দেখে আমরা ভয় পেয়ে যাই। খবর পেয়ে নিমতলা দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উপস্থিত ছিল ঘাটাল থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের লোকজন। সর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক ধারণা।
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...