বস্তি পুড়ে ছাই, দুর্দশাগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াল রেডক্রস ও বিধায়ক

নিজস্ব সংবাদদাতা: ৫ ফেব্রুয়ারি রবিবার মাঝরাতে বস্তিতে ভয়াবহ আগুন। বিধ্বংসী আগুনে ক্ষীরপাই শহরের ২ নম্বর ওয়ার্ডের ছ’টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। এছাড়াও আংশিক ক্ষতি হয়েছে আরও বেশ কয়েকটি বাড়ির। রাতেই খবর পেয়ে ঘাটাল থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নগদ টাকা পয়সা, স্বল্প কিছু সোনার গয়না সহ যাবতীয় গৃহস্থালীর জিনিস ভস্মীভূত হয়ে গিয়েছে। সেই সমস্ত পরিবারগুলির পাশে দাঁড়াল ভারতীয় রেডক্রশ সোসাইটির ঘাটাল শাখা এবং চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়া। আজ মঙ্গলবার বিকেলে রেডক্রশের পক্ষ থেকে ছ’টি পরিবারকে ছ’টি বিদেশি তাবু দেওয়া হয়। অন্যদিকে বিধায়ক প্রত্যেকটি পরিবারের হাতে দুটি করে কম্বল, দুটি করে ত্রিপল, দুটি করে শাড়ি এবং দুটি করে বেডশিট তুলে দেওয়ার ব্যবস্থা করেন। ওই ওয়ার্ডের কাউন্সিলার পাপিয়া রায় বলেন, কী কারণে আগুন লাগল তা নিয়ে আমরাও ধন্দে রয়েছি। ছ’টি পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি ওই দিন ভোরেই ঘটনাস্থলে গিয়ে পরিবারগুলিকে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করেছি। সোমবার সকালে ওদের প্রত্যেকটি পরিবারকে চাল, রান্না করার স্টোভ, হাঁড়ি এবং নগদ হাজার টাকা করে দিয়ে এসেছি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015