ঘাটালের শিলাবতী নদীতে ৫ ঘন্টা ধরে মাছ শিকারের শেষ পর্ব

তৃপ্তি পাল কর্মকার: সেদিন রাতে কত বড় মাছ ধরা পড়ল? মাছের পরিণতিই বা কী হল? তা জানার জন্য

আমাদের স্থানীয় সংবাদের দপ্তরে বহু মানুষ ফোন করেছিলেন কেউ বা কমেন্ট করে জানতে চেয়েছেন। সবার অনুরোধেই আজকের এই ভিডিও। ১৮ নভেম্বর শিলাবতী নদীতে জলের নিচের এক প্রাণীর সঙ্গে যে মৎস্য শিকারী টানা পাঁচ ঘন্টা যুদ্ধ করেছিলেন তাঁর নাম শিবরাম নন্দী। ঘাটাল শহরের ২ নম্বর ওয়ার্ড আড়গোড়াতে শিবরামবাবুর বাড়ি। আজ ২০ নভেম্বর স্থানীয় সংবাদের পক্ষ থেকে শিবরামবাবুর কাছে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল অপূর্ব দাসকে। অপূর্ব দাসকে শিবরামবাবু ১৮ নভেম্বর রাতের পাঁচ ঘন্টা ধরে মাছ-মানুষের যুদ্ধের শেষ পর্বটি বর্ণনা করেছেন। আমরা সেই বিশিষ্ট মৎস্য শিকারির কাছ থেকেই কাহিনীটি শুনে নেব।  ভিডিওটিতে ক্লিক করলেই পুরো ঘটনা জানতেপারবেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!