ঘাটালের বন্যা মোকাবিলার জন্য নদীতে স্পিড বোট টেস্ট করা হল

নিজস্ব সংবাদদাতা: ঘাটালের বন্যা মোকাবিলায় তৈরি বিপর্যয় মোকাবিলা দপ্তর। আজ ২৯ আগস্ট ঘাটালের

 

শিলাবতী নদীতে তড়িঘড়ি করে স্পিড বোটের টেস্ট করা হল।  ঘাটাল মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক অমিতাভ চক্রবর্তী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমরা তৈরি।  প্রথমের দিকে বৃষ্টি না হলেও আগস্ট মাসের শেষের দিকে ক্রমশ ভারী বৃষ্টি হতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিম বঙ্গে ভারি বৃষ্টি হতে পারে। আর সত্যিই যদি খুব বেশি বৃষ্টি  হয় তাহলে ঘাটালে বন্যা হওয়াটাও অস্বাভাবিক নয়। সেজন্যই মহকুমা বিপর্যয় মোকাবিলা দপ্তর এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। অমিতাভবাবু বলেন, আমরা সিভিল ডিফেন্সের ওয়াটার উইংসের  একটি স্পিড বোট আজ শিলাবতী নদীতে চালিয়ে দেখে নিলাম সব ঠিক আছে কিনা। বেশ কিছু ক্ষণ সেটা নদীতে চালিয়ে দেখা হয়েছে। সব ঠিক আছে। প্রসঙ্গত, বন্যার সময় ওই বোটগুলি দিয়ে ত্রাণ ও উদ্ধার কার্য চালানো হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!