যুবকদের ক্রীড়া মুখী করতে ঘাটাল পুরসভার বিশেষ উদ্যোগ

তৃপ্তি পাল কর্মকার: স্মার্ট ফোনের যুগে কিশোর-কিশোরী বা যুবক-যুবতীরা খেলার মাঠে যেতে ভুলে গিয়েছেন। তাই  ঘাটাল শহরের যুবকদের ফের মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ নিল ঘাটাল পুরসভা। সেই উদ্দেশ্যকে সামনে রেখে ঘাটাল পুরসভা শহরের ১৭টি ওয়ার্ডকে নিয়ে ওয়ার্ড ভিত্তিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন, এই প্রতিযোগিতায় প্রত্যেকটি ওয়ার্ডের নিজস্ব টিম অংশগ্রহণ করবে। মূলত ঘাটাল শহরে খেলাধুলোর মান উন্নয়ন ও প্রসার ঘটানো এবং শহরবাসীর মধ্যে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]ভ্রাতৃত্ববোধ বজায় রাখতেই আমাদের এই প্রয়াস।
কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলাগুলি কুশপাতা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে।   আজ ৪ডিসেম্বর কুশপাতার মাঠে প্রথম  খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। উদ্বোধন করতে গিয়ে মহকুমা শাসক বলেন, পুরসভা সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। এর ফলে যুবকদের মধ্যে খেলাধুলার প্রবণতা বাড়বে।
পুরসভার ভাইস চেয়ারম্যান অজিতরঞ্জন দে জানান,  আজকের প্রথম দিনের খেলাটি ৩ নম্বর ওয়ার্ড বনাম ৫ নম্বর ওয়ার্ডের মধ্যে হয়েছে। ৩ নম্বর ওয়ার্ড ৯-০ গোলে ৫ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে।  পরবর্তী খেলা হবে ৬ ডিসেম্বর। ৬ নম্বর ও ১৪ নম্বর ওয়ার্ডের মধ্যে। ১১ ডিসেম্বর হবে ৯ নম্বর ওয়ার্ডের সঙ্গে ১১ নম্বর ওয়ার্ডের। ১৩ ডিসেম্বর ২ নম্বর ওয়ার্ড বনাম ১২ নম্বর ওয়ার্ড। ১৪ ডিসেম্বর ৭ নম্বর বনাম ১৬ নম্বর ওয়ার্ড। ১৫ ডিসেম্বর ১ নম্বর বনাম ১০ নম্বর ওয়ার্ড। ১৬ ডিসেম্বর ৮ নম্বর বনাম ১৫ নম্বর ওয়ার্ডের মধ্যে খেলাটি হবে। ১৭ ডিসেম্বর ৪ নম্বর ওয়ার্ড এবং ১৩ নম্বর ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের শেষ খেলাটি হবে ১৮ ডিসেম্বর ২ নম্বর ওয়ার্ড বনাম ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যে।
কোয়ার্টার ফাইনাল খেলাগুলি শুরু হবে ২০ ডিসেম্বর থেকে চলবে ২৩ তারিখ পর্যন্ত।  সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে। ২৭ ও ২৮ ডিসেম্বর দু’দিন ধরে সেমিফাইনাল খেলা হবে। ফাইনাল খেলার তারিখ এখনও ঠিক হয়নি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!