দাসপুরের সাগরপুরে ফুটবলার প্রোডাকশনের উদ্যোগ

সৌমেন মিশ্র ও সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: চলছে ফুটবলের বিশ্বকাপ। গ্রামের মাঠে ব্লক, মহকুমা, জেলা বা রাজ্য স্তরে আয়োজন হয় বড় বড় ফুটবল টুর্নামেন্ট। নেই এলাকার খেলোয়াড়। খেলোয়াড়দের ভাড়া করে এনে চলে সে খেলা। বিশ্বকাপে কই ভারত? গ্রামেও আছে অনেক ফুটবলের প্রতিভা। এক্কেবারে গ্রাম থেকে সেই প্রতিভাদের তুলে আনা পাশাপাশি গ্রামে, পাড়ায় যারা পায়ে পায়ে ফুটবল নিয়ে এগিয়ে চলেছে তাদের সেই ফুটবলের ব্যাকরণ শেখাতে অভিনব উদ্যোগ দাসপুরের সাগরপুরে৷ আজ রবিবার থেকে দাসপুর-১ ব্লকের সাগরপুর স্কুল মাঠে এলাকার ফুটবল প্রেমী কচিকাঁচাদের নিয়ে এক ফুটবল কোচিং শিবিরের আয়োজন করল সাগরপুর ফুটবল  অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন এর পক্ষে প্রলয় বেরা জানান, এলাকা থেকে আগামী ফুটবলারদের তুলে আনাই মূল লক্ষ্য তাঁদের। পাশাপাশি এই প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে তাঁরা বর্তমান খেলোয়াড়দের এই খেলার ব্যাকরণ বুঝিয়ে দিয়ে খেলোয়াড়দের ফুটবলের শটে আরও মজবুত করতে চান। এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সাগরপুর পল্লী উন্নয়ন সমিতির পক্ষে বলরাম হাইত। অন্যদিকে সংস্থার এই উদ্যোগে আপ্লুত দাসপুর-১ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এবং সাগরপুরের বাসিন্দা কৌশিক সামন্ত। তিনি বলেন, গ্রামে এমন একটা উদ্যোগ খুব দরকার ছিল। এবার গ্রামেই ফুটবলার এর প্রোডাকশন হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!