ডাক্তারী ও ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার ফ্রি কোচিঙে ভর্তির নির্দেশাবলি

তৃপ্তি পাল কর্মকার:  আগেই জানানো হয়েছিল ঘাটাল মহকুমার মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে ডাক্তারী এবং ইঞ্জিনিয়ারিঙের মতো বৃত্তিমূলক প্রবেশিকা পরীক্ষার কোচিং দেওয়ার ব্যবস্থা করেছেন ব্যাঙ্গালোরে থাকা বাঙালি দম্পতি উজ্জ্বল কোনার ও করবী কোনার।ওই দম্পতির বাড়ি ঘাটাল মহকুমার দলপতিপুর। সেজন্যই ঘাটাল মহকুমার অভাবী ও মেধাবী ছাত্রছাত্রীদের ফ্রিতে কোচিং দেওয়ার জন্য তাঁরা উদ্যোগ নিয়েছেন। এনিয়ে ২৬ জুলাই ২০২০ তারিখে ‘স্থানীয় সংবাদ’-এ একটি খবরও প্রকাশ করা হয়েছিল।  ওই প্রতিষ্ঠানের কর্ণধার করবীদেবী জানিয়েছেন, ‘স্থানীয় সংবাদ’-এর পোর্টালে সংবাদটি প্রকাশিত হওয়ার জন্য তাঁরা বেশ ভালো সাড়া পেয়েছেন। ঘাটাল মহকুমা থেকে বহু মেধাবী ছাত্রছাত্রী ফ্রিতে ওই কোচিং নেওয়ার জন্য তাঁদের সঙ্গে যোগাযোগও করেছে।ইতি মধ্যে ক্লাসও শুরু হয়েগিয়েছে। ওই সুযোগ নেওয়ার জন্য আগামী ৭ আগস্ট ২০২০পর্যন্ত ঘাটাল মহকুমার ছাত্রছাত্রীরা (মোবাইল/হোয়াটসঅ্যাপ:70199 42321) যোগাযোগ করতে পারবে।
করবীদেবী জানিয়েছেন, (১) নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা 👆এই লিঙ্ক [https://youtu.be/uqM6MQECYx4] এবং (২) একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা 👆এই লিঙ্কের[ https://youtu.be/MGSyiX8gixg] মাধ্যমে উটিউব থেকে সমস্ত ধরনের নির্দেশাবলি পেতে পারবে। তবুও কারোর কিছু জিজ্ঞাসা থাকলে উপরের মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন করা যেতে পারে বলে ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। •আগের খবরের লিঙ্ক:https://www.youtube.com/watch?v=29f77H8VjVU&feature=youtu.be
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!