প্রকাশিত হল ‘স্বাধীনতা আন্দোলনে ঘাটাল মহকুমা’

নিজস্ব সংবাদদাতা: স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ জানুয়ারিতেই ফাঁসি দেওয়া হয়েছিল অগ্নিযুগের মহান বিপ্লবী দাসপুরের প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য্যকে। শহীদ প্রদ্যোৎ কে শ্রদ্ধা জানাতে আজ ঘাটাল মহকুমার বিশিষ্ট সাহিত্য পত্রিকা মহুল এর উদ্যোগে একটি বাইক র‍্যালী চেঁচুয়াহাটের শহীদবেদী থেকে প্রদ্যোৎ এর জন্মভিটে গোকুলনগরে পৌঁছায়। সেখানে প্রকাশিত হয় একটি মূল্যবান গ্রন্থ। ‘স্বাধীনতা আন্দোলনে ঘাটাল মহকুমা’ সম্পাদনায়–কেশব মেট্যা। গ্রন্থ টি প্রকাশ করেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস।
ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঘাটাল মহকুমার তিনটি থানা –দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণার বৈপ্লবিক কার্যক্রম জাতীয় আন্দোলনকে প্রভাবিত করেছে বিভিন্ন সময়ে। ত্যাগ আর আত্মত্যাগের চিহ্ন ছড়িয়ে আছে এই মহকুমার বিভিন্ন প্রান্তে। চেঁচুয়া, শ্যামগঞ্জ, জ্যোৎঘনশ্যাম, সোনাখালী, নাড়াজোল, ক্ষীরপাই, রাধানগর, জাড়া, চন্দ্রকোনা, কেঁচকাপুর এর সংগ্রামের ঢেউ প্রাণিত করেছে মহকুমাবাসীকে।
এই গ্রন্থে ঘাটাল মহকুমার স্বাধীনতা সংগ্রামের একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে, চন্দ্রকোণার স্বাধীনতা সংগ্রাম, শ্যামগঞ্জ লবণ আইন অমান্য আন্দোলন, মহকুমার জমিদার ও সামন্ত শ্রেণির ভূমিকা, অন্ত্যজ শ্রেণির সংগ্রাম, নায়েক বিদ্রোহ থেকে চেঁচুয়ার গণআন্দোলন, ঘাটালের স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা এবং মহকুমার স্বাধীনতা সংগ্রামীদের জীবনী এই গ্রন্থের উল্লেখযোগ্য সংযোজন।
এছাড়াও স্বাধীনতা সংগ্রামীদের লেখা সহ স্মৃতিচারণ ও জেল থেকে মা কে লেখা প্রদ্যোৎ এর চিঠি এই গ্রন্থকে আরো মূল্যবান করেছে। গ্রন্থটির ভূমিকা লিখেছেন কবি ও প্রাবন্ধিক সুকান্ত সিংহ। প্রবন্ধ লিখেছেন উমাশঙ্কর নিয়োগী, শ্যামল বেরা, অশোক পাল, দেবাশিস ভট্টাচার্য, গণেশ দাস, আশিস হুদাইত, বঙ্কিম দে, দেবাশিস কুইল্যা, পুলক রায়, দুর্গাপদ ঘাঁটি, নিখিলেশ ঘোষ প্রমুখ ।
স্বাধীনতার ৭৫ বছর পর ঘাটাল মহকুমার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস নিয়ে এমন একটি বই প্রকাশিত হল। সমগ্র মেদিনীপুর জুড়ে স্বাধীনতার যে আন্দোলন দেখা দিয়েছিলো, ঘাটাল মহকুমা তার ব্যতিক্রম নয়। কিন্তু সেসব ইতিহাস কালের স্রোতে হারিয়ে যেতে বসেছে। এই দিকটি মাথায় রেখেই আমাদের এই বই প্রকাশের গুরুত্ব অনুভব করেছি। আগামী প্রজন্ম ও মহকুমাবাসীদের মন থেকে এই মহকুমার বিপ্লব ও বিপ্লবীদের আত্মবলিদান,ত্যাগ ও সাহসীকতা যাতে হারিয়ে না যায় সে তাগিদেই এই বইয়ের আত্মপ্রকাশ। দাম ২০০ টাকা। প্রাপ্তিস্থান–আধুনিক(ঘাটাল), সঞ্চিত বুক স্টল (গৌরা), বিস্তারিত যোগাযোগ ৮০০১১০২৮২

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!