ঘাটালের সংস্থা জঙ্গলমহলে পোশাক বিতরণ করল

তৃপ্তি পাল কর্মকার: ঘাটাল মহকুমার ক্যুইজ-ও-ম্যানিয়া জঙ্গলমহলের কয়েক শ’ মানুষকে বস্ত্র বিতরণ করল। ১২ জানুয়ারি ওই সংস্থার পক্ষ থেকে বেলপাহাড়ির  পুকুরিয়া গ্রামে ওই বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়। ওই সংস্থার কর্মকর্তারা বলেন, ওই দিন বেলপাহাড়ির পুকুরিয়া গ্রাম ও তারআশেপাশের ৩-৪টি গ্রামের ১০০টির বেশি  পরিবারের মধ্যে ১৪২ টি নতুন কম্বল, ৫০জন মহিলাকে নতুন শাড়ি এবং ২০০ শিশুকে নতুন জামা সহ সব বয়সের মানুষদের  নতুন ও পুরানো পোশাক তুলে দেওয়া হয়। এর জন্য সংস্থার পক্ষ থেকে কয়েক হাজার পোশাক নিয়ে যাওয়া হয়েছিল।   পোশাকের মধ্যে ছিল চাদর,ধুতি,জ্যাকেট,সোয়েটার,শার্ট,সালোয়ার সহ অন্যান্য বস্ত্র। অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল পুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে। ওই দিন পুকুরিয়া বিদ্যালয়ের ৫৫ জন পড়ুয়াকে  আলাদা ভাবে  নতুন সোয়েটার দেওয়া হয়। ওই সংস্থার কর্মকর্তাদের  বন্ধু শাশ্বত বন্দ্যোপাধ্যায় আমেরিকায় তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করেন। শাশ্বতবাবু এবং তাঁর স্ত্রী সুমেলীদেবীর   কন্যা রুদ্রানীর প্রথম জন্মদিন উপলক্ষে পুকুরিয়া গ্রামের শিশুদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছিল। ওই দম্পতিই ভোজের সমস্ত খরচ বহন করেছিলেন। পুকুরিয়া গ্রামের মানুষ জন ওই দিনের ক্যুইজ-ও-ম্যানিয়ার কর্মকাণ্ডে যারপর নাই খুশি ও অভিভূত বলে জানা গিয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!