ঘাটালে মাধ্যমিকের ভূগোলের প্রশ্ন ফাঁস?

নিজস্ব সংবাদদাতা: আজ ২০ ফেব্রুয়ারি মাধ্যমিকের ভূগোলের কি প্রশ্ন ফাঁস হয়েছে? বেলা ১১টা থেকে মাধ্যমিকের ভূগোলের প্রশ্নের একটি পিডিএফ ফাইল ঘাটাল মহকুমার বিভিন্ন স্তরের ব্যক্তির  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অভিভাবকদের মনে এরকমই প্রশ্ন উঠেছে। যদিও প্রাথমিক ভাবে এটিকে গুজব বলে মনে করছে ঘাটাল মহকুমা প্রশাসন। অভিভাবকদের বিভ্রান্ত করার জন্য কোনও দুষ্টচক্র ওই করেছে বলে অনুমান করা হচ্ছে। ঘাটাল মহকুমার এক ডব্লু বি সি এস অফিসার বলেন, বেলা ১১টা থেকে ওই প্রশ্ন মোবাইলে ঘুরছে বলে শুনেছি। কিন্তু সেন্টারে বেলা ১১টা ৪০এর পর প্রশ্ন খোলা হয়। তাই এথেকেই   প্রশ্নটি আসল কিনা তা নিয়ে সন্দেহ রয়ে যাচ্ছে। তাই পরীক্ষা শেষ হওয়ার পর আজকের প্রশ্নপত্রের সঙ্গে ওই ভাইরাল হওয়া পিডিএফ ফাইলটি না মিলিয়ে দেখে কোনও মন্তব্য করা যাবে না।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।