মুদি দোকানে সওদা করলেই জরিমানা পাঁচ হাজার টাকা: কেন এই মাতব্বরি ফতোয়া?

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: মাতব্বরদের নিদানে বয়কট করা হল গ্ৰামের এক পরিবারকে, বন্ধ করে দেওয়া হল তাঁদের মুদির [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দোকান। এমনকি যে বা যারা ওই মুদির দোকান থেকে মাল নেবে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। ঘটনায় চরম বিপাকে ওই পরিবার, বাধ্য হয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হল তাঁরা। ঘটনা ঘাটাল ব্লকের অজবনগর-১ গ্রাম পঞ্চায়েতের হরশঙ্কর গ্রামের।

ওই গ্ৰামের রেবারানি মণ্ডল এবং তাঁর ছেলে সঞ্জিত মণ্ডলের মুদির দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে। মা ও ছেলের অভিযোগ, গ্ৰামের মাতব্বর বাসুদেব মণ্ডল ও গোপাল মণ্ডলদের কথায় দীর্ঘ কয়েকদিন ধরে মুদির দোকান তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে। দোকান বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন তাঁরা। যদিও এই ঘটনার সমস্ত কথা অস্বীকার করেছে গ্রামের মাতব্বররা। তাঁরা জানান, গ্রামকে অপমান করেছে ওই পরিবার। একাধিক বার গ্রামের মিটিংয়ে ডাকা হলেও আসেনি তারা, তাই গ্রামের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওদের দোকানে কেউ মালপত্র খাবে না।

উল্লেখ্য, কয়েকদিন আগে গ্রামের সহদেব মণ্ডল ও মহাদেব মণ্ডল নামের দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধে। সেই ঘটনার জল গড়ায় পুলিশ প্রশাসনের কাছ পর্যন্ত। ওই ঘটনা তদন্ত শুরু করে পুলিশ, আর সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই সাক্ষী হিসাবে নাম উঠে আসে রেবা মণ্ডলের ও তাঁর ছেলে সঞ্জিত মণ্ডলের। তারপরই বাঁধে আসল গণ্ডগোল। গ্রামের কয়েকজন বাসিন্দাদের অভিযোগ, সঞ্জিত কেন এই ঘটনায় সাক্ষী দেবে যেখানে গ্রামের মানুষজন বিষয়টি দেখছে বা পুলিশকে গ্রামের অন্য কেউ সাক্ষী দেয়নি। এই নিয়েই গ্রামে একাধিকবার সালিশি সভা ডাকা হয়, সেই সভায় না যাওয়ার ফলেই গ্রামের মানুষজন সিদ্ধান্ত নেয় যে গ্রামকে অপমান করেছে সঞ্জিত তাই তাঁর দোকান বন্ধ করে দেওয়া হবে এবং যে ওই দোকানে যাবে তার পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। তারপরেই গ্রামের মাতব্বরেরা সঞ্জিতের দোকানে তালা দিয়ে দেয় বলে অভিযোগ। বাধ্য হয়ে সঞ্জিত প্রশাসনের দ্বারস্থ হন এবং তার দোকানটি যাতে পুনরায় চালু করতে পারেন সেই আবেদন করেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]