ঘাটাল কলেজে অনুষ্ঠিত হল ভারতীয় নীতিশাস্ত্র বিষয়ে এক দিনের সেমিনার

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল রবীন্দ্র বার্ষিকী মহাবিদ্যালয়ের ভারতীয় [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] নীতিশাস্ত্র বিষয়ক এক দিনের বিশেষ সেমিনার হল। ২১ জুন ভারতীয় দার্শনিক দিবস উপলক্ষে কলেজের সংস্কৃত বিভাগের উদ্যোগে ওই সেমিনারটি হয়। সেমিনারটি বাস্তবায়িত করতে আর্থিক সহযোগিতা করে দার্শনিক গবেষণা পরিষদ(ICPR) এবং আভ্যন্তরীণ গুণমান নিশ্চিৎকরণ সেল। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক ছিলেন ওই কলেজের অধ্যক্ষ ড. মন্টুকুমার দাস। আলোচনা চক্রে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ন্যায় বিভাগের অধ্যাপক বিষ্ণুপদ মহাপাত্র, পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক শেখ সাবির আলি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান সহকারী অধ্যাপক উত্তম বিশ্বাস এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক স্বরূপ সিংহ। এই আলোচনা চক্রে ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় ও স্কুল থেকে অফলাইন মাধ্যমে উপস্থিত ছিলেন ১৭ জন পত্র পাঠক। অনলাইন মাধ্যমে সংযুক্ত ছিলেন ১৮ জন পত্র পাঠক। এছাড়াও মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী মিলে প্রায় আড়াইশো জন উপস্থিত ছিলেন। •পড়ুন: ঘাটাল কলেজ সহ রাজ্যের অন্যান্য কলেজে কত দিন ধরে পড়তে হবে BA/BSc/BCom? নতুন নিয়মটাই বা কী?

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।