দাসপুরে বন্যা পরিস্থিতি,বৃষ্টির জলে প্লাবিত একাধিক গ্রাম

দাসপুরে বন্যা পরিস্থিতি, বর্ষার জলে প্লাবিত হয়ে বন্ধ দাসপুর থানার নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার নাড়াজোলের সাথে সংযোগ রক্ষাকারী মূলরাস্তা।

জলের তলায় নাড়াজোল থেকে দানিকোলা যাবার রাস্তাও। নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার দানিকোলা,বড়ামারা,হাজাকুণ্ডু,কাঁটাদরজা সহ ৭ থেকে ৮ টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। স্থানীয়দের দাবি তিন দিনের টানা বৃষ্টির ফলে রাতেই পারাং ও বুড়িগাঙ নদীর জল বেড়ে এই বিপত্তি।

সকাল থেকেই দানিকোলার মনাসাতলা বাজারে হাঁটু সমান জল। গ্রামবাসীদের অভিযোগ এখনও পর্যন্ত নেই পারাপারের জন্য কোনো নৌকা। নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের প্রধান গগন চন্দ্র সামন্ত জানান,রাতেই হঠাৎ গ্রামগুলো প্লাবিত হওয়ায় পারাপারের নৌকার ব্যবস্থা করতে সময় লাগছে। তবে দ্রুত সরকারি নৌকার ব্যবস্থা হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!