দেখার মত দৃশ্য ঘাটাল-মেদিনীপুর সড়কে, ঘটি বাটি নিয়ে দৌড় গ্রামবাসীদের

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দেখার মত দৃশ্য ঘাটাল-মেদিনীপুর সড়কের রাজনগরে। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঘটি বাটি বালতি নিয়ে  মচ্ছপ চলছে বাসরাস্তার উপর। মূল্যবান তরল সংগ্রহের নেশার ঘোর লেগেছে যেন। যে তরল খাওয়া হবে না মাখা হবে অত দেখার দরকার নেই, কে কত সংগ্রহ করতে পারে ঘটি বাটি বালতি হাতে তারই প্রতিযোগিতা চলছে। কিছু প্রতিযোগী কাছাড় খাচ্ছেন, আহত হচ্ছেন তবুও তাকে জিততেই হবে, পাশের প্রতিযোগীর থেকে বেশি সংগ্রহ করতে হবে মূল্যবান তরল। পুলিশ বাধা দিলেও প্রতিযোগীরা অনড়, তারা সরছেন না।

জানা যাচ্ছে, আজ বুধবার বেলা প্রায় আড়াইটা নাগাদ ঘাটাল-মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগরে পথ দুর্ঘটনার কবলে পড়ে এক ডিজেল ভর্তি তেলের গাড়ি। গাড়িটি মেদিনীপুরের দিক থেকে বকুলতলার দিকে যাচ্ছিল। দাসপুর থানার রাজনগরে আশ্রমের কাছে যে বাঁক মোড় সেখানেই রাস্তার মধ্যে পাল্টি খায় ওই তেল বোঝাই ট্যাঙ্কার। জানা যাচ্ছে ওই তেলের ট্যাঙ্কারের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় চালক। গুরুতর জখম হয়েছেন ওই গাড়ির চালক। তাকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।  দুর্ঘটনার পরে ঘটি বাটি বালতি কলসি নিয়ে ছুটেছেন গ্রামবাসীরা। যে যেমন ভাবে পারছেন সংগ্রহ করছেন সে তেল। অন্যদিকে তেলের ট্যাঙ্কারের তেল সারা রাস্তা জুড়ে।  পা পিছলে পড়ছেন গ্রামবাসীদের পাশাপাশি পথচারীরাও। পরিস্থিতি সামাল দেবার চেষ্টায় দাসপুর থানার পুলিশ।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!