ঘাটাল পাঁশকুড়া সড়কে চলন্ত বাস থেকে পড়ল মহিলা,অমানবিকতার চরম নজির

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: চলন্ত বাস থেকে মহিলা যাত্রী পড়ে গেলেন,ভ্রুক্ষেপ নেই বাসের চালক থেকে কন্ডাক্টরের। বাস দ্রুত গতিতে চলে গেল। স্থানীয় বাসিন্দারাই আহত ওই মহিলা যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন চিকিৎসার জন্য। ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠল বাসে যাত্রী পরিবহনে যাত্রীদের সুরক্ষা নিয়ে। ঘটনা দাসপুর থানার একেবারে দাসপুর বাজারের। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আজ মঙ্গলবারের বিকেলে ঘাটাল-পাঁশকুড়া সড়কে পাঁশকুড়ার দিক থেকে দ্রুত গতিতে এক বাস ঘাটালের দিকে যাচ্ছিল। দাসপুর বাসস্টপে নামার জন্য গেটের দিকে এগিয়ে আসছিলেন এক মহিলা। বাসস্টপের প্রায় ২০০ ফুট আগে ওই মহিলা যাত্রী বাস থেকে রাস্তায় পড়লেন। প্রত্যক্ষদর্শী থেকে বাস যাত্রীদের একাংশের অভিযোগ বাসের গেটে থাকা কন্ডাক্টরের অসাবধানতার জন্যই এই ঘটনা। অভিযোগ এর পরেও বাসটি কিন্তু না দাঁড়িয়ে বেরিয়ে যায়। স্থানীয়রাই আহত ওই মহিলাকে উদ্ধার করে দাসপুর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। উদ্ধারকারীদের মধ্যে স্থানীয় বাসিন্দা লাল্টু চক্রবর্তী প্রশ্ন তুলেছেন বাসের চালক থেকে অন্যান্য কর্মীদের মানসিকতা নিয়ে। তবে ঘটনার নিন্দা করে দুঃখ প্রকাশের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বাস মালিক সংগঠন। সংগঠনের পক্ষে প্রভাত পান বলেন, ঘটনাটি সত্যিই নিন্দনীয়। তবে এই ঘটনার মধ্য দিয়ে অন্যান্য বাসের কর্মীদেরও সমান মানসিকতা এমন ভাবনাও রাখা ঠিক নয়। আশা করি, এই ঘটনা অন্যান্য বাস কর্মীদের যাত্রীদের প্রতি আরও যত্নশীল হওয়ার শিক্ষা দেবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!