ঘাটালের নদী বাঁধ পরিদর্শন করা হল

তৃপ্তি পাল কর্মকার: আজ ২ জুলাই ঘাটাল ব্লকের নদীবাঁধগুলির বর্তমান অবস্থা পরিদর্শন করে দেখলেন ঘাটাল মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ওই দপ্তরগুলির মধ্যে ছিল সেচ দপ্তর, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, এডিআরএফ এনডিআরএফ (ন্যাশনাল ডিজার্স্টার রেসপন্স ফোর্স)। ঘাটাল ব্লকের বিপর্যয় মোকাবিলা আধিকারিক তরুণ কারক বলেন, এদিন আমরা ঘাটাল শিলাবতী নদীর কুশপাতা থেকে রূপনারায়ণের সামুই হাল পর্যন্ত নদী বাঁধটি পরিদর্শন করি। অন্য দিকে ঝুমি নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা হয়।
তরুণবাবু বলেন, যে কোনও সময়েই ভারি বর্ষা আসতে পারে। আর নদী বাঁধ দুর্বল থাকলে ভর্তি নদীতে বাঁধ ভাঙার সমস্যা হতে পারে। সেজন্যই নদী বাঁধগুলির কোথায় কী সমস্যা হয়েছে তা দেখার জন্যই আজ পরিদর্শনের উদ্দেশ্য ছিল।
প্রসঙ্গত, ঘাটাল বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য ইতি মধ্যেই ৩২ জনের এনডিআরএফ-এর (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) একটি ইউনিটকে ঘাটালে এনে রাখা হয়েছে। ওই টিমটি এখন ঘাটাল ব্লকের ঘোলসাইতে রয়েছে বলে তরুণবাবু জানান।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!