করোনা আবহের মাঝেও ঘাটালের নদীতে নৌকোতে একসাথে বহু মানুষ পারাপার করছে, আতঙ্কে এলাকার মানুষ

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের নদীতে করোনা আবহের মধ্যেও এক নৌকোতে পারাপার হচ্ছে একসাথে বহু মানুষ। ঘাটাল ও পার্শ্ববর্তী জেলা হুগলীর সাথে সংযোগকারী রূপনারায়ণ নদের উপর ঘাটালের হরিশপুর খেয়াঘাট। দুই জেলার মানুষের মধ্যে সংযোগ রক্ষা করে থাকে এই খেয়াঘাট। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ সহ সাইকেল,মোটর সাইকেল পারাপার হয়ে থাকে। করোনা আতঙ্কের মাঝেও তার ব্যতিক্রম ঘটেনি। সরকারি নির্দেশিকা অনুযায়ী যেখানে বলা হয়েছে দূরত্ব বিধি বজায় রাখতে, জমায়েত না করতে সেখানে একই নৌকোতে একসাথে বহু মানুষ পার হচ্ছে। এর ফলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা এলাকার মানুষের। এলাকাবাসীদের দাবি, বারবার প্রশাসনকে কংক্রিট ব্রিজ নির্মাণের আবেদন জানিয়েও কোনো ফল মেলেনি। এ বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজিকে জিজ্ঞেস করতে তিনি বলেন,পারাপারের ক্ষেত্রে করোনা বিধিকে মান্যতা দেওয়া হয়নি ঠিকই কিন্তু এই খেয়াঘাট পুরোটাই দেখভাল করেন হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা। তাই এই দিকগুলিতে তাঁদের নজর দেওয়া দরকার। তিনি জানিয়েছেন, কংক্রিটের সেতু নির্মাণের বিষয়ে আমরা রাজ্যের কাছে আবেদন জানাবো, নিশ্চয়ই সেতু তৈরি হয়ে যাবে বলে আশা রাখছি। এদিকে ঘাটাল ও হুগলি জেলার বন্যা কবলিত এলাকার মানুষজন আতঙ্কে রয়েছেন। বর্ষা বাড়লেই বাড়ে নদীর জল,অপরদিকে করোনা আতঙ্ক, দুই মিলে চিন্তা বাড়ছে দুই জেলার মানুষের।•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015