শ্রীকান্ত ভুঁইঞা: ১০০ দিনের কাজের সময় হঠাৎ বাঁধের মাটি ধসে পড়লে তিন জন শ্রমিক গুরুতর জখম হন। আজ ১ মার্চ ঘটনাটি ঘটেছে দাসপুর থানার চকসুলতান গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুর-২ ব্লকের গোছাতি গ্রামপঞ্চায়েতের ওই গ্রামে ১০০ দিনের কাজে রাস্তা সংস্কারের কাজ চলছিল। গোছাতি গ্রামপঞ্চায়েত প্রধান প্রশান্ত মাল বলেন, শ্রমিকরা পলাশপাই বাঁধের নিচ থেকে মাটি নিচ্ছিলেন। নিচের মাটি এক বেশি কাটা হয়ে যাওয়ার ফলে উপর থেকে মাটি ধসে গিয়ে তিনজন শ্রমিক জখম হন। তাঁদের একজনকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে এবং বাকী দুজনকে গৌরার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। •ঘটনাস্থল থেকে ছবি পাঠিয়েছেন ইন্দ্রজিৎ মিশ্র।
এই মুহূর্তে
কেন নিজেকে শেষ করে দিলেন যুবক? তদন্তে পুলিশ
আকাশ দোলই,'স্থানীয় সংবাদ', ঘাটাল: নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের।
ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটাল(Ghatal) থানার খাড়গম্ভীর নগর এলাকায়। মৃত যুবকের নাম আকাশ মণ্ডল(২৪)।...