JEXPO ও VOCLET পরীক্ষা না দিলেও ঘাটালের সরকারি পলিটেকনিক কলেজে ভর্তির সুযোগ থাকছে ছাত্রছাত্রীদের

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: JEXPO ও VOCLET পরীক্ষা না দিলেও ঘাটালের Government polytechnic college এ ভর্তির সুযোগ থাকছে ছাত্রছাত্রীদের জন্য। আগামী কাল ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ২ টার মধ্যে আস্তে হবে বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। কলেজের প্রিন্সিপাল সৌমেন্দু হাজরা বলেন, যারা JEXPO ও VOCLET পরীক্ষা দিয়েছে তাদের জন্য আগামী কাল কাউন্সেলিঙের ব্যবস্থা করা হয়েছে। তাদের ভর্তির পর সিট খালি থাকলে Madhyamik and Higher secondary পাশ ছাত্রছাত্রীরা যথাক্রমে জেক্সপো ও ভকলেটে ঘাটালের সরকারি পলিটেকনিক কলেজে ভর্তির সুযোগ পাবে। জেক্সপোতে ভর্তির জন্য মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশীট এবং আধার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। ভোকলেটে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের যা যোগ্যতা অর্থাৎ উচ্চমাধ্যমিক পাস হলে তার মার্কশীট ও এডমিট ও আধার কার্ড, আইটিআই বা ভোকেশনাল পাস হলে তার এডমিট ও মার্কসিট এবং আধার কার্ড নিয়ে আসতে হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015